অবশেষে সত্যি হল জল্পনা। ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবলার সের্জিও আগুয়েরো। হৃদযন্ত্রে গুরুতর সমস্যার কারণে ফুটবল খেলা ত্যাগ করতে চলেছেন তিনি। তাঁর দীর্ঘ ১৮ বছরের ফুটবল-জীবন শেষ হল চোখের জলেই। ম্যাঞ্চেস্টার সিটিতে সফল ১০ বছর কাটিয়ে এ মরসুমে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় এসেছিলে আগুয়েরো। কাফ মাসলের সমস্যার জন্য মরসুমের শুরুর দিকে খেলতে পারেনি। বার্সেলোনার হয়ে পঞ্চম ম্যাচ খেলার দিনই হৃদযন্ত্রের গুরুতর সমস্যার কবলে পড়েন তিনি।
প্রসঙ্গত, গত ৩০শে অক্টোবর ঘরের মাঠে আলাভেসের বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় আগুয়েরোকে। তখনই জানা যায়, হৃদযন্ত্রে কোনও সমস্যা হয়েছে তাঁর। ক্যাটালোনিয়ার এক রেডিয়ো চ্যানেল জানায়, প্রথমে যা মনে করা হয়েছিল, সমস্যা তার থেকেও গুরুতর। আগুয়েরো নাকি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন, যার জেরে ঝুঁকির মধ্যে রয়েছে তাঁর ফুটবল-জীবন।
বুধবার বার্সেলোনার তরফে বুধবার আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে আগুয়েরো জানান, “মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ১০ দিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যে ফুটবল-জীবন কাটিয়েছি তার জন্য গর্বিত। পাঁচ বছর বয়সে প্রথম বার বল ছোঁয়ার পর থেকে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে এসেছি। ১৮ বছর বয়সে আমাকে সই করানোর জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ধন্যবাদ জানাই। আর ম্যাঞ্চেস্টার সিটির ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। সবাই জানেন সিটিতে আমি কত ভাল সময় কাটিয়েছি। মাথা উঁচু করেই ফুটবল-জীবন শেষ করতে পারছি। অনেক স্মৃতি থেকে গেল।”