বুধবার বাঙালিদের বাংলায় অভিনন্দন জানতে গিয়ে একাধিক ভুলে ভরা টুইট করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই মোদীকে তীব্র কটাক্ষ করল তৃণমূল। আজ ইউনেস্কোর বিচারে ইনট্যানজিবেল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সকলেই খুশি। কিন্তু এই খুশির মাঝেই ঘটল ছন্দপতন। টুইটে প্রধানমন্ত্রী লিখশেন, “প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিৎ।”
দেখা যাচ্ছে, টুইটটির একটি বাক্যেরও গঠন ঠিক নেই। প্রধানমন্ত্রীর টুইটের কার্যত কোনও অর্থই দাঁড়ায়নি। ভাষাগত সঙ্গে সঙ্গে ব্যাকরণগত ভুল তো রয়েইছে। এই টুইটের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূলের নিদান, “আগে বাংলা শিখুন, নয়ত টুইট করার আগে অন্য কাউকে দিয়ে একবার চেক করিয়ে নিন।” সেই সঙ্গেই তৃণমূল তরফে বলা হয়েছে, “ভয়ঙ্কর বাংলা! বাংলার ও বাংলার ঐতিহ্যের
অপমান। লজ্জা।” ক্ষুব্ধ হয়েছেন সকলেই। পাশাপাশি নেটিজেনদের তরফ থেকেও ধেয়ে আসছে ব্যঙ্গের তির।
