বিরোধী নেতা-নেত্রীদের উদ্দেশ্যে কুকথার ফোয়ারা ছোটানো বা অশালীন মন্তব্য করায় গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম রয়েছে দিলীপ ঘোষের। এবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। আজ, বুধবার ভোরে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেন, ‘পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কী বুঝবে?’ এবার তারই পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এদিন দিলীপকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিলীপ ঘোষের বোধ-বুদ্ধি লোপ পেয়েছে। উনি কী বলছেন জানেন না। কলকাতার চারপাশে গঙ্গা রয়েছে। গঙ্গার পাশে থাকা অন্যায় নয়। এটা গঙ্গাকে অপমান। কলকাতাকে অপমান। কলকাতাবাসীকে অপমান। আর গঙ্গা নিয়ে কথা বলা ওঁদের মুখে শোভা পায় না। উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গঙ্গায় করোনার লাশ ভাসিয়ে ছিল। মালদার মানিকচকে মমতা বন্দ্যোপাধ্যায় জল পুলিশ নামিয়ে সেই মৃতদেহ তুলে মর্যাদার সঙ্গে সৎকার করেছিলেন, সেটা কি দিলীপবাবুরা ভুলে গিয়েছেন? প্রধানমন্ত্রী ডুব দিন আর বিজেপির যে কেউ গঙ্গায় ডুব দিন, উত্তরপ্রদেশে যোগীর কু-কীর্তির কলঙ্ক মুছতে পারবেন না। তাই কলকাতাকে অপমান করবেন না।’
