সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর ভাতৃবধূদের পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভাতৃবধূকে পুরভোটের টিকিট দিয়ে বড় চমক দিয়েছেন তৃণমূল নেত্রী। খোদ নিজের ওয়ার্ডেই ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন তিনি। আর গুরুদায়িত্ব পেয়ে প্রচারের শেষ কয়েক দিনেও সকাল থেকে রাত ডোর টু ডোর পৌছে যাওয়ার চেষ্টা করছেন কাজরীও। পটুয়া পাড়ার গলি থেকে তস্য গলি হোক বা হাজরা, কালীঘাটের ফ্ল্যাট বাড়ি— সর্বত্রই প্রচার সারছেন তিনি। দলীয় কর্মীরা বলছেন, ‘দিদি’র ওয়ার্ডে প্রচারে সকলের কাছে যাচ্ছেন ‘বৌদি’।
প্রসঙ্গত, এলাকায় এমনিতেই তিনি চেনা মুখ। দীর্ঘ দিন ধরেই এই ওয়ার্ড তৃণমূলের দখলে। তবে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবেই গড়ে তুলতে চান তিনি। কাজরী জানিয়েছেন, ‘দিদির সাজেশন নিয়েই প্রচারে বেড়িয়েছি। দিদি বলেছেন সকলের কাছে পৌছে যেতে। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে। তাঁরা কী চাইছেন, কী ভাবছেন তা জানতে। আগামী দিনে কলকাতায় এই ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড বানাব৷’ এদিকে, ইতিমধ্যেই ওয়ার্ডের সর্বত্র দেওয়ালে দেওয়ালে তৃণমূল প্রার্থীর নাম। রাস্তা জুড়ে ব্যানার-কাট আউটে কাজরী বন্দোপাধ্যায়ের সমর্থনে পোস্টার। বাকি বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সে অর্থে প্রচারে দেখা যাচ্ছে না বলেই জানাচ্ছেন স্থানীয়রা।
