অভিভাবকদের চোখে ধুয়ো দিতে হিন্দু হয়েও বোরখা পরেছিলেন। এই ছিল ‘অপরাধ’। আর এর ‘শাস্তি’ হিসেবে মহারাষ্ট্রের আকোলায় এক হিন্দু দম্পতিকে নিগৃহীত হতে হল। অভিযোগ, দম্পতি ও তাদের এক বন্ধুকে ঘিরে ধরে মারধর করে উত্তেজিত জনতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখার পর ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা মারমুখী জনতার ভিড়েই ছিল।
গত সপ্তাহে উরাল থানার অধীনস্থ একটি জায়গায় বাইকে চেপে ফিরছিলেন দম্পতি ও তাঁদের সেই বন্ধু। আচমকা তাঁদের ঘিরে ফেলে জনতা। সেই দলে হিন্দু, মুসলিম-দুই সম্প্রদায়ের লোকজনই ছিল। মহিলাটি হিন্দু হয়েও বোরখা পরায় ক্ষিপ্ত হয়ে তারা হেনস্থা করা শুরু করে। উরাল থানার জনৈক পুলিশ অফিসার বলেন, তিনজনই হিন্দু বলে জানার পর নিগ্রহ শুরু হয়। ভিডিওর ওপর ভিত্তি করে দুই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করেছি আমরা। উভয়েই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।
পুলিশ অফিসার বলেন, দম্পতি ভয় পাচ্ছিল, তাদের অভিভাবকরা খবর পেয়ে খুঁজে বের করতে পারে, তাই তারা এফআইআর দায়ের করেনি। আমরা দুই নিগ্রহকারীকে ফৌজদারি দণ্ডবিধির ১৫১ ধারায় (ধর্তব্যযোগ্য অপরাধ করা থেকে নিবৃত্ত রাখতে গ্রেফতার) গ্রেফতার করেছি। এমন অপরাধের পুনরাবৃত্তি হবে না, নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছি আমরা।