একজন ‘আগুনপাখি’। গানকে হাতিয়ার করেই প্রায় তিরিশ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। অন্যজন আদ্যপ্রান্ত রাজনীতিবিদ হলেও সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে খ্যাতির শিখরে। ইদানিং কালে গান, মিউজিক ভিডিও, ফেসবুক লাইভ— ইত্যাদিতেই নিজেকে মেলে ধরেন। প্রথম জন নচিকেতা চক্রবর্তী। এবং দ্বিতীয় জন মদন মিত্র। এবার সেই দু’জনেই একসঙ্গে গান রেকর্ড করতে চলেছেন। কলকাতা পুরসভা ভোটের আগেই তা প্রকাশ পাবে। গানটির লেখক এবং সুরকার অভিজিৎ পাল। ভাবনায় কুণাল সাহা।
প্রসঙ্গত, বরাবরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগ্রাহী নচিকেতা। পুজোর সময় মমতার যে অ্যালবাম প্রকাশিত হয়েছিল সেই রেকর্ডিং করার ক্ষেত্রেও নচিকেতার ভূমিকা ছিল। ভবানীপুরের উপনির্বাচনের আগের দিন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বাড়িতে দিদির সেই পুজো অ্যালবাম রেকর্ড হয়েছিল। সেখানেও ছিলেন নচিকেতা। এমনকী হামেশাই তৃণমূলের মঞ্চে মাইক হাতে দেখা যায় তাঁকে। এবার মদনকে সঙ্গে নিয়ে থিম সং গাইতে চলেছেন নীলাঞ্জনা, রাজশ্রী, পৌলমীদের স্রষ্টা। যা শুনে অনুরাগীরা বলছেন, ওহ লাভলি!
