কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য বিজেপি। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আর সেই নির্বাচনেই নিরাপত্তার প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল গেরুয়া বাহিনী। কিন্তু তাদের সেই আবেদনই সোমবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগে এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানাতে হবে।
এই প্রসঙ্গে সিং জানান,’২ ডিসেম্বর থেকে বিজেপি প্রার্থীরা ক্রমাগত হুমকি ফোন পাচ্ছেন। কিন্তু কোনও পুলিশই তাঁদের অভিযোগ দায়ের করেছেন না।’ কিন্তু এর পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়, ‘আমরা এটা নিয়ে মতামত দিতে পারিনা। আমরা যদি এটা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে আর শেষ হবে না।’
উল্লেখ্য, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নামানোর এই দাবি নিয়ে চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। দেশের সর্বোচ্চ আদালতে এই দাবি জানিয়েছেন বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, কলকাতা পুরভোটের দিনক্ষণ নির্ধারিত হতেই ভোট চলাকালীন নিরাপত্তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলে রাজ্য বিজেপি এবং তারা নিরাপত্তার ঢালকেই সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায়। সেই দাবির ওপর ভিত্তি করেই গেরুয়া শিবির কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানান।
তাদের সেই আবেদনই সোমবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। এই প্রসঙ্গে রায় দিতেই এদিন বিচারপতি এল নাগেসারা রাও এবং বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ সিনিয়র আইনজীবী মনিন্দর সিংকে জানান, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পাড়ি না। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি নেই সেটা হাইকোর্ট বেশী ভালো বুঝবে।’
উল্লেখ্য, আইনজীবী মনিন্দর সিংই বিজেপির হয়ে সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছেন। তিনি আদালতে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে এই আবেদন করার সময় জানিয়েছিলেন, কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বিজেপি প্রার্থীদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁরা যাতে তাঁদের মনোনয়ন তুলে নেন তার জন্য চাপ দেওয়া হচ্ছে।