নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, ইতমধ্যে প্রকল্পের বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষার কাজ করছে রাইটস। কোন পথে উড়ালপুল যাবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কলকাতা পুরভোটের আবহেই শহরবাসীর জন্য ভালো খবর। পোস্তা উড়ালপুলের বিকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। সেজন্য রাইটসকে ডিপিআর তৈরির বরাত দিয়েছে নগরোন্নয়ন দফতর। তা হয়ে গেলেই নতুন উড়ালপুল তৈরির ব্যাপারে এগোবে সরকার।
নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, ইতমধ্যে প্রকল্পের বিভিন্ন জায়গায় মাটি পরীক্ষার কাজ করছে রাইটস। কোন পথে উড়ালপুল যাবে তা নিয়ে আলোচনা হচ্ছে। প্রাথমিক ভাবে চার লেনের উড়ালপুল হবে বলে জানা গিয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে পোস্তা এলাকায় রাস্তার ওপর কতটা জায়গা পাওয়া যায় তার ওপরে।
নতুন উড়ালপুলটি উলটোডাঙা থেকে কাঁকুড়গাছি, মানিকতলা হয়ে হাওড়া ব্রিজের কাছে মাটি ছোঁবে। এই উড়ালপুলের কাজ শেষ হলে উত্তর কলকাতা ও শহরতলি থেকে হাওড়া স্টেশন পৌঁছনো আরও সহজ হবে।
২০১৬ সালে গণেশ টকিজের সামনে ভেঙে পড়ে নির্মিয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। ব্যস্ত রাস্তায় উড়ালপুলের ভাঙা অংশ চাপা পড়ে মৃত্যু হয় ৪০ জনের বেশি মানুষের। তার পর থেকে ঝুলে ছিল ওই উড়ালপুলের ভাগ্য।
বিশেষজ্ঞরা উড়ালপুল ভেঙে ফেলার সুপারিশ করলেও সিদ্ধান্ত নিতে পারছিল না সরকার। অবশেষে মাস কয়েক আগে উড়ালপুল ভাঙার কাজ শুরু হয়। সেই কাজও শেষের মুখে। তার মধ্যেই উলটোডাঙার সঙ্গে হাওড়া ব্রিজকে জুড়তে নতুন উড়ালপুল তৈরির তোড়জোড় শুরু হয়েছে।