অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং-বিপর্যয়ের কবলে পড়লেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ইংরেজরা। তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ২২০ রান তুলেছে তারা। তবে এখনও অস্ট্রেলিয়ার থেকে ৫৮ রানে পিছিয়ে রুটরা। শুক্রবার সকালে আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৮২ রান যোগ করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ৩৫ রান করেন। অ্যালেক্স ক্যারে ১২ এবং নেথান লায়ন ১৫ রান করেন। সবার শেষে আউট হন ট্র্যাভিস হেড। তিনি ১৪৮ বলে ১৫২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। ৪২৫ রানে শেষ হয় অজিদের প্রথম ইনিংস।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬১ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। হাসিব হামিদ ২৭ এবং রোরি বার্নস ১৩ রানে আউট হন। এরপরেই ইংরেজদের হাল ধরেন দাউইদ মালান এবং জো রুট। দু’জনে মিলে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় সামলেছেন অজি পেসারদের। দিনের শেষে রুট ৮৬ রানে এবং মালান ৮০ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও প্যাট কামিন্স।
