হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। আজ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। এর মধ্যেই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, ‘সশস্ত্র বাহিনীর কেমন আধুনিকীকরণ হয়েছে’?
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, দুটি ইঞ্জিন সম্পন্ন এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি কীভাবে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলে সঞ্জয় রাউত বলেন, ‘আমরা দাবি করি যে সশস্ত্র বাহিনীতে আধুনিকীকরণ হয়েছে। তাহলে এই ধরনের ঘটনা ঘটল কীভাবে’?
তিনি আরও দাবি করেন, গোটা দেশের বাসিন্দারা ও শীর্ষনেতারাও এই দুর্ঘটনার শোকে বিমূঢ় রয়েছেন। তবে তাঁদের মনে দুর্ঘটনাকে ঘিরে যে সমস্ত প্রশ্নগুলি উঠছে, তা প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর দূর করা উচিত। পুলওয়ামা হামলার পর ভারত যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তাতেও জেনারেল বিপিন রাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এ কথা উল্লেখ করে শিবসেনার সাংসদ বলেন, ‘এই দুর্ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা উচিত’।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে জঙ্গলে ভেঙে পড়ে অত্যাধুনিক এমআই-১৭ ভি৫ সেনা হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে ছিলেন সিডিএস প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ১২ জন সেনাকর্মী। সুলুর থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ওই কপ্টারটি, কিন্তু অবতরণের ঠিক ১০ মিনিট আগেই দুর্ঘটনার মুখে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনায় মারা যান বিপিন রাওয়াত সহ ১৩ জন, কেবলমাত্র উইং কম্যান্ডার বরুণ সিংই বেঁচে যান।