এ যেন দুর্ঘটনার ওপর দুর্ঘটনা! বৃহস্পতিবার সকালেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, আজই বিপিত রাওয়াত-সহ অন্যদের দেহ দিল্লীতে আনা হবে। শুক্রবার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেই কারণেই মিলিটারি কপ্টার দুর্ঘটনায় মৃতদের দেহাবশেষ পাহাড়ি রাস্তা দিয়ে ফেরানো হচ্ছিল এদিন। এবার দুর্ঘটনার কবলে পড়ল কুন্নুর হেলিকপ্টার কাণ্ডে মৃতদের শববাহী অ্যাম্বুল্যান্স।
মেত্তুপালায়ামের রাস্তায় আচমকাই বাঁক নিতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনায় চোট পেয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। সুলুর এয়ার বেস থেকে ৪৫ কিলোমিটারের মধ্যেই ওই ঘটনাটি ঘটে। এদিন ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার থেকে সুলুর এয়ার বেসেই নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকেই বিমানে করে দিল্লীতে মৃতদেহ নিয়ে আসার কথা। ওই দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দেহগুলিকে অন্য অ্যাম্বুল্যান্সে সরিয়ে দেওয়া হয়। এরপরেই আইএএফ-এর বিশেষ বিমানে করে তাঁদের রাজধানীতে নিয়ে আসা হবে।
