বুধবার তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলেই ভেঙে পড়েছিল সেনার কপ্টার। আর সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। স্বাভাবিকভাবেই সেনা সর্বাধিনায়কের কপ্টার ভেঙে পড়ার ঘটনায় বিস্মিত গোটা দেশ। এবার এক প্রত্যক্ষদর্শী জানাল কপ্টার ভেঙে পড়ে গিয়ে জলের জন্য কাতরাচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ রাওয়াত। তাঁর দাবি, ঘটনাস্থল থেকে যে উদ্ধারকার্য চলছিল সেখানে বাকি স্থানীয়দের সঙ্গে তিনিও হাত লাগিয়েছিলেন। তখনই অর্ধদগ্ধ অবস্থায় রাওয়াতকে দেখেছেন তিনি।
কুন্নুরে ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিব কুমার। তিনি পেশায় একজন কনট্রাক্টর। সেনাবাহিনীর কপ্টার ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে তিনি ছিলেন। এগিয়ে গিয়েছিলেন উদ্ধারকার্যে। শিব কুমার জানিয়েছেন, আহতদের যখন উদ্ধার করা হচ্ছিল, তখন একজন জল খেতে চেয়েছিলেন। জলের জন্য কাতরাচ্ছিলেন তিনি। তাঁর সারা দেহ পুড়ে গিয়েছিল। বিছানার চাদরে মুড়ে কপ্টারের ধ্বংসাবশেষের মাঝ থেকে ওই ব্যক্তিকে বের করে আনেন শিব কুমার এবং বাকিরা। তারপর তাঁকে নিয়ে যায় উদ্ধারকারী দল। তেষ্টার জলটুকু তখন তাঁকে দেওয়া যায়নি। পরে শিব কুমার জানতে পারেন, যিনি জল চাইছিলেন, তিনি আর কেউ নন, জেনারেল বিপিন রাওয়াত। তাঁর কথায়, যে মানুষটা দেশের জন্য এত কিছু করেছেন, শেষ মুহূর্তে তিনি জলটুকুও পেলেন না, আমি ভাবতে পারছি না। সারা রাত আমার ঘুম হয়নি।
