ভারত যদি চীনের মতো করে চলতে চায়, তাহলে তা-ই হবে সবচেয়ে বড় ভুল। বরং এদেশে বিতর্ক ও গণতন্ত্রের যে ঐতিহাসিক শক্তি রয়েছে সেটাকেই মূলধন করে এগিয়ে চলাই শ্রেয়। এমনই মত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের। অতিসম্প্রতি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, চীনের পথে হাঁটার চেষ্টা করাটা ভুল সিদ্ধান্ত হবে। তাঁর কথায়, “আমরা চীনের মতো হতে পারব না। ওদের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা আমাদের নয়। বরং আমাদের ফোকাস রাখতে হবে গণতন্ত্র ও বিতর্কের ঐতিহাসিক শক্তির উপরই। ওদের মতো হওয়ার চেষ্টা করলে সেটাই সবচেয়ে বিশ্রী ভুল হবে। কেননা একই পথে হাঁটতে গেলে আমরা একটা ছায়ার বেশি কিছু হতে পারব না।” তাঁর পরামর্শ, চীনা মডেল অনুসরণ না করে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রগুলির দিকে জোর দিক দেশ।
পাশাপাশি ওই সাক্ষাৎকারে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উপরেই জোর দিয়েছেন তিনি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঘুরাম রাজনের মতে, দেশের অগ্রগতির জন্য শিক্ষা ও স্বাস্থ্যের দিকে জোর দিতে হবে। অতিমারীর ধাক্কায় দেশের শিক্ষাব্যবস্থা বড়সড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে কৃষক আন্দোলন ও বিতর্কিত কৃষি আইন নিয়েও মুখ খোলেন তিনি। রাজন মেনে নেন, ওই আইনে বেশ কিছু অংশ রয়েছে, যার সঙ্গে অধিকাংশ মানুষই একমত হবেন। কিন্তু আইনে অন্য সমস্যা ছিল। এই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেন, “আসলে সব মিলিয়ে প্যাকেজটায় কিছু সমস্যা ছিল। সবথেকে বড় সমস্যা হল, দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের জন্য প্যাকেজটির ভিন্ন ভিন্ন অংশ প্রয়োজন ছিল। তা হয়নি। আর সেই কারণেই শেষ পর্যন্ত এটি প্রত্যাহার করে নিতে হচ্ছে।”
