নদিয়ায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক কাজ বাংলায় চলছে। আর কেউ নতুন কিছু চাইবেন না। সরকারের যা টাকা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। আর টাকা নেই।’
এদিন রাজ্যের ব্যবসায়িক সংগঠন এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করে কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা। এদিন ওই অনুষ্ঠানে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। ২০২৪ সালের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করবে পিএইচই। কোভিড পরিস্থিতির খবরাখবর নেন তিনি। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সঠিক হচ্ছে কিনা খোঁজ নেন। বলেন, ‘এখনও ৮৫ হাজার মতো মানুষের লক্ষ্মীর ভান্ডার বাকি আছে। ওগুলো দুয়ারে সরকার করে করে দিন।’ প্রশাসনিক বিএসকে-র দিকে বিশেষ নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিএসএফ প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নদিয়ার প্রশাসনিক বৈঠকে বলেন, ‘বিএসএফ যাতে কারও অনুমতি ছাড়া এলাকায় ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা পুলিশ-প্রশাসনের হাতে থাকার কথা। সেটা যেন সঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে। মানুষের উপর অত্যাচার আমরা সহ্য করব না।’
শান্তিপুর থেকে নবদ্বীপ ধামকে সংযুক্ত করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি, করিমপুরে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন। শান্তিপুর হাসপাতালের পরিকাঠামো উন্নত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের বলেন মমতা। সাইবার ক্রাইম নিয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।