কিছুদিন আগেই দিল্লীর রোহিণী আদালতে গ্যাংস্টারদের গুলির লড়াইয়ে শিউরে উঠেছিল গোটা দেশ। এই ঘটনার পর ফের শিরোনামে উঠে এল দিল্লির এই আদালত। এবার সেখানে ঘটল বিস্ফোরণ। বৃহস্পতিবার ভয়াবহ আওয়াজে কেঁপে ওঠে দিল্লীর রোহিণী আদালত চত্বর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে। আদালতের দৈনন্দিন কাজ শুরু হয়ে গিয়েছিল সেই সময়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। মাঝ পথে বন্ধ হয়ে যায় শুনানি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১০২ নম্বর রুমে এই বিস্ফোরণ ঘটেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি ল্যাপটপের ব্যাটারি ফেটেই ঘটেছিল বিপত্তি। কিন্তু, অপর একটি সূত্র দাবি করছে, একটি ‘টিফিন বম্ব’ থেকেই নাকি বিস্ফোরণ ঘটে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ নিয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ল্যাপটপ মাটিতে পড়ে রয়েছে এবং পুলিশ আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১ জন। কীভাবে আদালত চত্বরে ঘটল বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক এবং ক্রাইম টিম এই ঘটনার তদন্ত করছে।