প্রতিযোগিতায় হেরে যেতে পারেন বহু টেস্ট ও একদিনের দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, সোশ্যাল মিডিয়ার জান, তাঁর প্রতিটি ছবিই যেন ভক্তদের মনে বারেবারে আছড়ে পড়ে ৷ ২০১৭ সালে বিরাট-অনুষ্কার বিয়ে হয়।
২০১৫ সালে সুরেশ রায়না বিয়ে করেন দীর্ধদিনের বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরিকে ৷ মেয়ে হয় ২০১৬-তে, বর্তমানে প্রিয়াঙ্কা একটি এনজিওতে কর্মরত ৷ কোনও অভিনেত্রীর থেকে প্রিয়াঙ্কা মোটেই কম যাননা।
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনি সৌন্দর্য ও জনপ্রিয়তায় কোনও অংশে কম যাননা। ধোনি ২০১০-এ সাক্ষীকে বিয়ে করেন ৷ ২০১৫-তে মেয়ে জিভার জন্ম হয় ৷ সাক্ষীর সুন্দর ছবি বারেবারে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ৷ বিভিন্ন সময়ের নানান সৌন্দর্যের জন্যই সোশ্যাল মিডিয়ায় তিনি এত পছন্দের ৷ রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেহ, তাঁদের বিয়ে হয় ২০১৫ সালে ৷ বিয়ের আগে ঋতিকা একজন স্পোর্টস রিলেশন শিপ ম্যানেজার ছিলেন যিনি রোহিতের সমস্ত ব্যাপার দেখতে ৷
রোহিতের সঙ্গে বিয়ের পরে জনপ্রিয়তায় কোনও তারকার থেকে কম যাননা ঋতিকা ৷ ফাইল ছবি ৷
রোহিতের সঙ্গে বিয়ের পরে জনপ্রিয়তায় কোনও তারকার থেকে কম যাননা ঋতিকা।
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রীবা সোলাঙ্কিকে বিয়ে করেছিলেন ৷ দুজনের আলাপ এক পার্টিতে হয় ৷ তারপরেই আস্তে আস্তে সম্পর্ক এগোয় অবশেষে বিয়ে হয়।