কেন্দ্র সব দাবি পূরণ না করা পর্যন্ত কৃষক আন্দোলন চলবে। বুধবার এ কথা সাফ জানিয়ে দিলেন, ভারতীয় কিষান ইউনিয়নের নেতা গুরুনাম সিং চারুনি। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, সমস্ত দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরছি না। এখনই আমাদের আন্দোলন তুলে নেওয়াটা যথেষ্ট সমস্যার। সরকার কিছুতেই মামলা তুলছে না। মামলা তোলা নিয়ে সরকারের এবার একটি সময়সীমা বেঁধে দেওয়া দরকার। পাশাপাশি ৭০০ জন মৃত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকারের পঞ্জাব মডেল মানতে হবে বলেও দাবি করেছেন তিনি।
চারুনির দাবি, পাঞ্জাব সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে মৃত কৃষকদের পরিবারের একজনকে চাকরি ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেক্ষেত্রে ভারত সরকারও সেই পাঞ্জাব মডেলকে অনুসরণ করুক। এদিকে সংযুক্ত কিষান মোর্চা ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করেছে। তারাই সরকারের সঙ্গে আলোচনা চালাতে চাইছেন। অন্যদিকে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল জানিয়েছেন, সরকার বলছে আন্দোলন তুললে তারপরে মামলা তুলবে। তবে আমাদের দাবি কেস তোলার ব্যাপারে সরকার এখনই সিদ্ধান্ত নিক।
