‘ভুল হলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না।’ বুধবার মালদার প্রশাসনিক বৈঠক থেকে দলীয় নেতৃত্বকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, সরকারি প্রতিনিধিদের সঙ্গে যাতে কেউ দুর্ব্যবহার না করে সেকথাও জানিয়ে দিয়েছেন তিনি। বিধায়ক, পঞ্চায়েত, জেলা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে সাহায্য করবেন। কাজ করতে গিয়ে যাতে ঘোঁট না পাকায় খেয়াল রাখবেন। দেখাতে গিয়ে সকলের থেকে বড় যেন না হয়ে যান খেয়াল রাখুন। মনে রাখবেন মাথার উপর সরকার আছে। কিছু ভুল হলে আপনারা সরকারি প্রতিনিধিকে বলবেন ভুল হয়েছে। ভাল ভাবে বলবেন। ভাল কথায় অনেক কিছু হয়। আমরা চাই মানবিকভাবে সব কিছু হোক।’
রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য। এই প্রকল্পে এসসি, এসটি এবং ওবিসি মহিলারা পাচ্ছেন ১ হাজার টাকা করে এবং সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৫০০ টাকা। বুধবারের প্রশাসনিক বৈঠকের শুরুর দিকেই এ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিককে তিনি জানান, এখনও অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। তাই কী কারণে টাকা ঢোকেনি সে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আরও একবার তিনি জানান আগামী বছর ১-১০ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবির হবে। যাঁরা টাকা পাচ্ছেন না তাঁদের আবেদনপত্রে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে দেওয়ারও নির্দেশ দেন।
