ঐতিহ্যবাহী অ্যাশেজের শুরুর দিনেই পর্যুদস্ত ইংরেজ ব্যাটিং। বল হাতে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স। ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করেন মিচেল স্টার্ক। তার পর থেকেই নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। দাউইদ মালান ৬ রান করে জশ হ্যাজলউডের বলে আউট হন। শূন্য রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রুট।
৩৮ রানে ৫ উইকেট নেন কামিন্স। প্রথম শিকার হন অলরাউন্ডার বেন স্টোকস। ওপেনার হাসিব হামিদ ও ওলি পোপ জুটি বেঁধে দলের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ২৫ রানের মাথায় হাসিবকে আউট করেন কামিন্স। ৬০ রানেই ৫ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। নীচের দিকে জশ বাটলার, ক্রিস ওকসরা রান না পেলে আরও সমস্যায় পড়ত ইংল্যান্ড। পোপ ৩৫, বাটলার ৩৯ এবং ওকস ২১ করে আউট হন। বাকিরা কেউ রান পাননি। ইংল্যান্ডের শেষ তিনটি উইকেট নেন কামিন্স। মাত্র ৫০.১ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিলেন কামিন্স। স্টার্ক ও হ্যাজলউড ২টি করে ও ক্যামেরন গ্রিন ১টি উইকেট নেন।
