দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’য় ফের কংগ্রেসকে তুলোধোনা করল তৃণমূল। ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে কংগ্রেসকে ‘রণক্লান্ত’ বলে কটাক্ষ করা হয়েছে।
তৃণমূলের দলীয় মুখপত্রে লেখা হয়েছে, ‘বিজেপি-কে প্রতিরোধ করার কথা ছিল কংগ্রেসের। তারাই ছিল কেন্দ্রের বিরোধী দল। কংগ্রেস উদাসীন, রণক্লান্ত, ভারাক্রান্ত, অন্তর্দ্বন্দ্ব আর দলীয় জটিলতায় বিদীর্ণ। ব্যাটন বইতে অপারগ। সময় পড়ে থাকে না, কাউকে এগিয়ে আসতেই হয়।তৃণমূল কংগ্রেস সেই দায়িত্ব পালন করবে। তারাই আসল কংগ্রেস।’
জাগো বাংলার সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, সকলকে নিয়েই চলতে চান অভিষেকরা। প্রসঙ্গত, কিছু দিন আগেই জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে বিঁধে লেখা হয়, আন্দোলন বিমুখ কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে। কংগ্রেস নেতারা নেতারা টুইট সর্বস্ব বলেও অভিযোগ করা হয়। ইউপিএ-র অস্তিত্বও অস্বীকার করা হয় তৃণমূলের মুখপত্রে।
সেখানে আরও দাবি করা হয়, কংগ্রেসের এই অচলাবস্থায় বিকল্প বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বজনগ্রাহ্য এবং জনপ্রিয়। তাঁর দিকেই তাকিয়ে রয়েছে বিরোধীরা।