বিরোধীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করায় গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকরকে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতার বিরুদ্ধে সরব হল মহারাষ্ট্রের মহিলা কমিশন। মুম্বই পুলিশের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করেছে তারা। মহারাষ্ট্রের বিজেপি নেতা আশিস শেলার মুম্বইয়ের মেয়রকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা সহ্য করা হবে না বলেও জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন রুপালি চাকাঙ্কর।
প্রসঙ্গত, দিন কয়েক আগে মুম্বইয়ের ওরলি এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয় একই পরিবারের তিন জনের। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় বাণিজ্যনগরীতে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে না গিয়ে মেয়র তিন দিন পর আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ায় বিজেপি নেতা আশিস শেলার বলেন, ‘এই ৭২ ঘণ্টা মেয়র কোথায় শুয়েছিলেন?’ তাঁর এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে বলে অভিযোগ। একজন মহিলাকে এই ধরণের কথা বলে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই বিজেপি নেতার এই মন্তব্যের নিন্দা করেছেন। এবার সেই ঘটনায় এগিয়ে এল মহিলা কমিশন।
