অপরির্তিত রাখা হল রেপো রেট ও রিভার্স রেপো রেট। বুধবার যে মুদ্রানীতি ঘোষণা করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, তাতে পলিসি রেটে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। একই রয়েছে রেপো রেটও।
এদিন শক্তিকান্ত দাস বলেন, কমিটির তরফে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। উলটো দিকে রিভার্স রেপো রেট রয়েছে ৩.৩৫ শতাংশই। সর্বসম্মতিক্রমেই আগামী ত্রৈমাসিকের জন্য রেপোরেট ৪ শতাংশ রাখার পক্ষে ভোট দিয়েছেন এমপিসি সদস্যরা। এদিকে এমএসএফ হার এবং ব্যাঙ্ক রেটও অপরিবর্তিত থাকছে। এর ফলে এমএসএফ ও ব্যাঙ্ক রেট থাকছে ৪.২৫ শতাংশ।
এই নিয়ে নয় দফা রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। ওমিক্রন ত্রাসের মাঝে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে যাতে আরও কিছুটা সময় দেওয়া যায়, তাই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস জানান, অর্থনীতির পুনরুজ্জীবিত হচ্ছে। প্রাক-কোভিডকালের মতোই চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তবে ওমিক্রনের হানায় বাজারে যে নেতিবাচক ঝুঁকিও রয়েছে, তা স্মরণ করিয়ে দিয়েছেন আরবিআই গভর্নর।