বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। তাতে ছিলেন সেনার কর্তারাও। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর ইতিমধ্যেই আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই হেলিকপ্টারেই ছিলেন সস্ত্রীক চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিন দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেনার ওই কপ্টারে বিপিন রাওয়াত-সহ ৯ জন ছিলেন। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
