নাগাল্যান্ডের ঘটনা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল। আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আজ বিকেল ৩ .৩৫ মিনিট নাগাদ তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এবং দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হবে তৃণমূলের সংসদীয় দল।
অন্যদিকে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। আজই হরিয়ানার গুরুগ্রামে দলের নতুন কার্যালয় উদ্বোধন করবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। উপস্থিত থাকবেন অশোক তানোয়ার।
নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর থেকেই আফস্পা আইনের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। দ্রুত এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে সংসদে সোচ্চার বিরোধী শিবির। আজ আফস্পা আইন প্রত্যাহার নিয়ে আলোচনার জন্য রাজ্যসভায় ২৬৭ ধারায় সাসপেনশন ওফ বিজনেস নোটিশ দিয়েছেন আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা। তাঁর দাবি অন্যান্য আলোচনা বন্ধ রেখে এই আইন প্রত্যাহার নিয়ে আলোচনা করা হোক।
নাগাল্যান্ডের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের পাওয়া খবর যাচাই না করেই কীভাবে গুলি চালানো হ,ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো বিষয়টিতে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। গতকাল লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তুলেছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায়।