ভ্যাকসিন দেওয়ার নামে যে ভুয়ো তথ্য নথিভুক্ত করা হচ্ছে এনডিএ শাসিত বিহারে, এবার হাতেনাতে তার প্রমাণ মিলল। সে রাজ্যের এক স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণের তালিকায় দেখা গেল নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রিয়াঙ্কা চোপড়া, সোনিয়া গান্ধীদের নাম! আর এতেই শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাটি বিহারের আরওয়াল জেলার। কর্পি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিনেশনের পোর্টালে যে তথ্য আপলোড করা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী থেকে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তালিকায় রয়েছেন অক্ষয় কুমারও। একই পাতায় পরপর এমন বিশিষ্ট জনদের টিকা নেওয়ার তালিকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। মুখ পোড়ে নীতিশ কুমারের সরকারের।
এদিকে, এই ঘটনার খবর কানে গিয়ে পৌঁছায় স্থানীয় প্রশাসনের। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন প্রসাশনিক কর্তারা। কীভাবে এমন ভুয়ো তালিকা তৈরি হল, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দুই অভিযুক্ত ওই স্বাস্থ্যকেন্দ্রের কম্পিউটারে ডেটা অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন। স্বাভাবিক ভাবেই টিকাকরণ সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে প্রশাসনকে।