বাংলার সমস্ত পুরসভায় কবে, কী ভাবে নির্বাচন সম্পন্ন হবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার শুনানি ছিল। আগামী শুক্রবার ফের সেই শুনানি হবে। এর মধ্যেই আজ দুপুরে দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সব ভোট দু’তিন মাসের মধ্যে হয়ে যাবে। এদিন গঙ্গারামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে মমতা জিজ্ঞেস করেন, “পুরভোট আসছে। সব ঠিক আছে তো?” জবাবে বিপ্লব বলেন, “দক্ষিণ দিনাজপুরের দুটি পুরসভার ভোট হবে। ভালই হবে।” তখন মুখ্যমন্ত্রী বলেন, “দু’তিন মাসের মধ্যে সব করে দেব।”
পাশাপাশি, এদিন প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে মমতা নির্দেশ দেন, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখগুলো সব আমাদের দিয়ে দিন। গঙ্গাসাগর মেলা আছে। দোল আছে, হোলি আছে। সব দেখে নিয়ে আমরা ভোটটা করিয়ে দেব।” উল্লেখ্য, রাজ্যে ১১২টি পুরসভা-কর্পোরেশনের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র কলকাতার ভোটের দিনক্ষণ। ঘোষণা হয়েছে। বিরোধীদের বক্তব্য, কেন শুধুমাত্র কলকাতার ভোট হবে? সব ভোট একসঙ্গে করতে হবে। এই নিয়েই মামলা চলছে হাইকোর্টে। তার এখনও নিষ্পত্তি হয়নি। এরমধ্যেই এদিন মমতা জানিয়ে দিলেন, দু’দিন মাসের মধ্যেই সব পুরসভার ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
