ওয়ার্ডে মোড়ে মোড়ে এলইডি লাইট। বুস্টার পাম্পিং স্টেশনের সাহায্যে ওয়ার্ডের বস্তিতেও ২৪ ঘণ্টা জল। এমনকী ৮৫ নম্বর ওয়ার্ড একাধিকবার পেয়েছে পুরসভার পরিচ্ছন্নতম ওয়ার্ডের তকমা। কিন্তু এর কাণ্ডারী যিনি, সেই দীর্ঘদিনের কাউন্সিলর দেবাশিস কুমারের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে ঘরের ছেলে! আর সেই ক্ষোভেই এবার তাঁকে বাড়িছাড়া করলেন পরিবার-পরিজন। হ্যাঁ, ৮৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়দেব ভৌমিকের বাড়ির লোকেরা তাঁকে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ‘এত কাজ করেছেন উনি। তার পরেও যদি তুই ওঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিস, এই বাড়িতে ঠাঁই পাবি না।’ অগত্যা বাক্সপ্যাঁটরা নিয়ে পার্টি অফিসে এসে উঠেছেন তিনি।
আপাতত ১৭/১ পণ্ডিতিয়া রোডের বাড়ি ছেড়ে জয়দেবের ঠিকানা ঝুরঝুরে পার্টি অফিস। তিনি বলেন, ‘থাক বাড়ি ঘরদোর। ভোটে আমি লড়বই।’ তাঁর সাফ কথা, ‘পরিবারের কথা আমি শুনব না। কংগ্রেস দলটাকে আমি ভালবাসি।’ মা-বাবা নেই। উল্লেখ্য, ছোট থেকে মামাবাড়িতে মানুষ জয়দেব। অবিবাহিত মাসিরাই ছোট থেকে তাঁকে মানুষ করেছেন। পরিস্থিতি এতটাই খারাপ, ১১ বছরের ছেলেকে নিয়ে স্ত্রীও চলে গিয়েছে শ্বশুরবাড়ি। জয়দেব জানান, ‘মাসিরা আমায় বলেছিলেন, ভোটে দাঁড়াস না বাবা। কিন্তু আমি একটা গানে বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’
