গোটা দেশজুড়ে তৃণমূলের উত্থানের পাশাপাশি শক্তিক্ষয় শুরু হয়েছে কংগ্রেসের৷ এরই মধ্যে গোয়ায় ফের ভাঙন হাত শিবিরে। এবার আরও এক দলীয় বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন৷ এর জেরে নির্বাচনের আগে ফের গোয়ায় বড় ধাক্কা খেল কংগ্রেস৷ এই পদত্যাগের জেরে বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা এবার তিনে নেমে গেল৷ মঙ্গলবার ইস্তফার পর নায়েক সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করেছি৷ আমার পরবর্তী পদক্ষেপ কী হবে তা আপনাদের জানাব৷’ সূত্রের খবর, খুব শীঘ্রই নায়েক বিজেপিতে নাম লেখাতে পারেন৷
প্রসঙ্গত, এর আগে অক্টোবরে গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কংগ্রেস বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তৃণমূলে যোগদান করেন তিনি। আর এবার কংগ্রেসের আরও এক হেভিওয়েট নেতা পদত্যাগ করলেন বিধায়ক পদ থেকে৷ মঙ্গলবার গোয়া বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন নায়েক৷ এদিন পদত্যাগপত্র জমা দেওয়ার সময় নায়েকের সঙ্গে তাঁর দুই ছেলেও ছিলেন৷ গত বছরই নায়েকের দুই ছেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷
