আতঙ্কের নয়া নাম ওমিক্রন। ভারতে ক্রমশই চওড়া হচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের থাবা। মহারাষ্ট্রে ইতিমধ্যেই করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৮ জন। তবে এরই মধ্যে আশঙ্কার খবর, মুম্বইয়ে প্রায় ১০০ জন বিদেশ ফেরত যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই ‘নিরুদ্দেশ’ বিমানযাত্রীরা মাথাব্যাথা বাড়িয়েছে প্রশাসনের।
ওমিক্রন নিয়ে চিন্তা বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম হদিশ পাওয়া করোনার এই ভ্যারিয়্যান্ট ক্রমাগত ছড়িয়ে পড়ছে ভারতেও। এই পরিস্থিতিতে বিদেশযাত্রীদের উপর বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। কিন্তু, এরই মধ্যে কেডিএমসি-র প্রধান বিজয় সূর্যবংশী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২৯৫ জন বিদেশ ফেরত যাত্রীর মধ্যে ১০৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের কিছু জনের ফোন বন্ধ। আবার কয়েকজনের ঠিকানায় গিয়ে দেখা যায়, তাঁদের বাড়িতে তালা দেওয়া।
তিনি আরও বলেন, ‘বিদেশ ফেরতদের থেকে যাতে কোনও ভাবেই করোনাসংক্রমণ না ছড়ায় সেজন্য ৭ দিন কোয়ারেন্টাইন থাকা এবং করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছিল। এই যাত্রীদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু, সেক্ষেত্রে তাঁদের ৭ দিন কোয়ারেন্টাইন থাকা উচিত। এটা সমাজের প্রতি তাঁদের দায়িত্ব। এই ‘নিরুদ্দেশ’ বিদেশ ফেরতরাই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।