নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। মৃত্যু হয়েছে ১৪ জনের। এই ঘটনা নিয়ে উত্তপ্ত দেশ। মঙ্গলবার কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে এনে পুলিশকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিএসএফ গ্রামে গ্রামে ঢুকে পড়ছে। নাগাল্যান্ডে দেখেছ কি প্রবলেম হল’।
এদিনের প্রশাসনিক বৈঠকে দক্ষিণ দিনাজপুরের আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন মমতা। তখনই তুলে আনেন নাগাল্যান্ড ও বিএসএফ প্রসঙ্গ। মমতা বলেন, ‘তোমাদের ওখানে একটা প্রবলেম আছে। বিএসএফ মাঝে মধ্যে ঢুকে যায় গ্রামে গ্রামে। তাদের অত্যাচারেরও অভিযোগ আসে। এমনকি ভোটের সময় ভোটের লাইনেও তাদের দেখা যায়। তোমরা কি কখনও ওদের ডিজির সঙ্গে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে’।
মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিএসএফ এই সমস্যা বেশি করে বলে মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, ‘ওদের ১৫ কিলোমিটার আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে ওরা যেখানে সেখানে ঢুকে পড়ে। নাগাল্যান্ডে দেখেছে তো কি প্রবলেম হল! শীতলকুচিতে দেখেছ! কদিন আগে কোচবিহারে ৩ জন গুলিতে মারা গিয়েছে। লোকাল পুলিশকে না জানিয়ে কোনও সংঘাত হোক এটা আমি চাই না’।
শুধু তাই নয়, এভাবে পুলিশকে না জানিয়ে বিএসএফ ঢুকলে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মমতা। স্পষ্ট বলেন, ‘আমাদের অনেক আইসি ভাবে, না না ওদের ছেড়ে দাও। কেন! বিডিওদেরও আমি বলব, অ্যালার্ট থাকবেন। কোনও অভিযোগ এলে আইসিকে নিয়ে এলাকায় যাবেন। ভিজিট করবেন। বলে দেবেন, এটা আপনাদের জুরিডিকশনে পড়ে না’। পুলিশকেও সতর্ক হওয়ার নির্দেশ দেন মমতা।