সাত সকালে বড়সড় দুর্ঘটনা বেলঘরিয়া এক্সপ্রেওয়েতে। ডাম্পার ধাক্কা মারল একটি গাড়িতে। সেই গাড়িই আবার পেট্রোলিংয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারল। প্রবল ধাক্কার জেরে গাড়িটি তুবড়ে যায়। আরোহী গুরুতর আহত হন।
তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এদিন সকালে কলকাতা বিমানবন্দরের দিক থেকে বেলঘরিয়া এক্সপ্রেওয়ে ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল গাড়িটি।
কিন্তু এক্সপ্রেসওয়ের মাঠকলের কাছে আসতেই একটি ডাম্পার পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে। এরপরে ওই গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে। যার ফলে পুলিশের গাড়িটি রাস্তার পাশে ঘাস জমিতে ছিটকে পড়ে।
দুর্ঘটনার জেরে যান চলাচল সাময়িক আটকে পড়ে। ঘটনাস্থলে এসে পড়ে বেলঘরিয়া থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। দুর্ঘটনার পর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ধীর গতিতে গাড়ি চলছে।