একুশের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে অন্যান্য রাজ্যেও বিরোধীরা এই স্লোগানেই আস্থা রাখছেন। এরই মধ্যে সোনু নিগমের পর এবার বলিউডের আরেক জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের মুখেও শোনা গেল সেই ‘খেলা হবে’ স্লোগান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছের বন্ধু বলে উল্লেখও করলেন তিনি। ফেসবুকে ভাইরাল সেই ভিডিয়ো।
ফেসবুকে ভিডিয়োয় মিকা বাংলায় বলেছেন, ‘নমস্কার, হ্যালো কলকাতা, কেমন আছ? কেমন আছ ডায়মন্ড হারবার? আমি আপনাদের কাছে ১০ ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওঁর এলাকায় অনুষ্ঠান, আপনারাও আসুন। খেলা হবে।’ প্রতিবারই ডায়মন্ড হারবারে এমপি কাপ প্রতিযোগিতার আয়োজন করেন অভিষেক। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই প্রতিযোগিতায় ১০ ডিসেম্বর অনুষ্ঠান করতে আসছেন মিকা। তার আগে সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।
প্রসঙ্গত, ২০১৭-য় এম পি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের কারণ গতবছর টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়। তবে এবার সুরক্ষাবিধি মেনেই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতার এই আসর। ওই দিন ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে হতে চলা উদ্বোধনী অনুষ্ঠানেই সঙ্গীত পরিবেশন করার কথা ছিল সোনু নিগমের। কিন্তু এবার তাঁর পরিবর্তে আসছেন মিকা সিং। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে। সেখানেও হবে নক্ষত্র সমাবেশ।