মঙ্গলবার দুপুর ১টায় সংসদ ভবনে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে হবে সেই বৈঠক। আর সেখানে দলের সাংসদদের সংসদীয় রণনীতি বাতলে দেবেন তিনি। নাগাল্যান্ড ইস্যুতে দলের অবস্থান কী হবে, শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের অবস্থান কী হবে তা-ও বলে দেবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। এছাড়াও অন্যান্য দলের সঙ্গে কক্ষ সমন্বয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। সমস্ত সাংসদদের সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, নাগাল্যান্ড ইস্যুতে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, দায় এড়িয়ে যেতে পারে না মোদী সরকার। ফের সুযোগ পেলে সংসদে বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন তিনি। নাগাল্যান্ডের ঘটনায় ভুয়ো রিপোর্টের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেন সুদীপ। তিনি বলেন, ‘নাগাল্যান্ডে ইন্টেলিজেন্স ফেলিওর হতে পারে। মনে রাখতে হবে মায়ানমারের সঙ্গে যোগসাজশ করে চলার বিষয় রয়েছে, সে দেশে এরকম জঙ্গিগোষ্ঠী রয়েছে। সুতরাং খুব গভীরে গিয়ে অনুসন্ধান করা দরকার। উত্তর-পূর্বাঞ্চলের দিকে সজাগ দৃষ্টি রাখবে তৃণমূল কংগ্রেস।’
