যদিও হেরে গিয়েছে তাঁর দল। কিন্তু তিনি জয় করে নিয়েছেন ক্রিকেট সমর্থকদের মন। জিম লেকার ও অনিল কুম্বলের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে বিশেষ সম্মান দিল ভারতীয় দল। বিরাট কোহলিদের সই করা জার্সি আজাজের হাতে তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে আজাজকে বিশেষ সম্মান দিল মুম্বই ক্রিকেট সংস্থা। সোমবার খেলা শেষ হওয়ার পরে এক সঙ্গে সাক্ষাৎকার দেন অশ্বিন ও আজাজ। ১০ উইকেটের জন্য অজাজের প্রশংসা করেন অশ্বিন। তার পরেই ভারতীয় দলের তরফে একটি টেস্ট জার্সি অজাজের হাতে তুলে দেন তিনি। তাতে বিরাট-সহ সব ক্রিকেটারের সই ছিল।
উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক টেস্টে ১৪ উইকেট নেওয়ার ঐতিহাসিক কীর্তির জন্য মুম্বই ক্রিকেট সংস্থাও সম্মানিত করেছে আজাজকে। ম্যাচের স্কোরবোর্ড বাঁধিয়ে তুলে দেওয়া হয়েছে অজাজের হাতে। দেওয়া হয়েছে ম্যাচ বল ও একটি জার্সি। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ব্রিসবেনে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের হাতে দলের সবার সই করা একটি জার্সি তুলে দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। ১০০ তম টেস্ট খেলায় তাঁকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল।