এবার গোটা দেশের মধ্যে ফের এগিয়ে বাংলার শিক্ষা প্রতিষ্ঠান। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সারা দেশের বিভিন্ন আইআইটি-গুলির প্লেসমেন্ট পর্ব। দেশের মোট ২৩টি আইআইটি-র মধ্যে, রেকর্ড সংখ্যক প্লেসমেন্ট পেয়েছে এ রাজ্যের আইআইটি খড়গপুর। সব আইআইটি-র প্লেসমেন্টকে ছাড়িয়ে গেছে এবছরের আইআইটি খড়গপুরের প্লেসমেন্ট।
জানা গিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল পড়ুয়াদের চাকরির অফার করা হয়েছে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে সর্বাধিক ২ কোটি থেকে ২.৪ কোটির মধ্যে বেতন অফার করা হয়েছে। সব থেকে বড় যে দুটি অফার করা হয়েছে এই শিক্ষা-প্রতিষ্ঠানের পড়ুয়াদের, সেগুলির বেতন বছর প্রতি ২ থেকে ২.৪ কোটি টাকা। এছাড়াও, ২০ জন পড়ুয়াকে ১ কোটি টাকার চাকরির অফার করা হয়েছে বলে জানিয়েছে আইআইটি খড়গপুর।
প্রসঙ্গত, ১০০-র ওপর সংস্থা এবছর আইআইটি খড়গপুরের প্লেসমেন্ট পর্বে অংশগ্রহণ করে। এর মধ্যে সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্কিং, ফাইন্যান্স এই প্লেসমেন্ট পর্বে অংশগ্রহণ করে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। তবে, শুধুমাত্র আইআইটি খড়গপুরই নয়। ২কোটি টাকার অফার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে আইআইটি বম্বে ও আইআইটি বিএইচইউ-এর পড়ুয়ারা। আইআইটি বম্বে ও আইআইটি বিএইচইউ-এর দুই পড়ুয়াকে এই অফার করেছে অ্যাপ ক্যাব সংস্থা উবের।