এবার বাংলার পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে হলফনামা পেশ করে রাজ্য নির্বাচন কমিশন জানাল, ‘মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করার জন্য ৬ থেকে ৮ দফায় ভোট করাতে চাইছে রাজ্য। মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে উদ্যোগী রাজ্য।’ মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। উল্লেখ্য, কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির পর ভোটে দেরি করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কোনও ভাবেই করোনার অজুহাতে পুরভোট পিছিয়ে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার নির্বাচনের দিন ঘোষণার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ‘কীভাবে এই মামলা আদালতে চলাকালীন ভোটের তারিখ ঘোষণা হল? কেন এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না?’ এই প্রশ্নগুলি তুলেছিল বিজেপির আইনজীবী। পালটা রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, রাজ্যে ৩০ এপ্রিলের মধ্যে সব পুরসভাগুলিতে ভোট করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। সবার প্রথমে কলকাতার ভোট করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ কলকাতাতে সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে। তাই করোনা পরিস্থিতিতে আগে কলকাতায় ভোট করিয়ে পরিস্থিতি যাচাই করে দেখে নেওয়া হচ্ছে। এরপর ৩০ এপ্রিলের মধ্যে ১১৭ টা পুরসভার ভোট করাতে উদ্যোগী রাজ্য।