গোর্খাদের জন্য পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন আরও এক বিধায়ক। জন বার্লার পর এ বার কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন।
সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন তিনি। চিঠিতে ঠিক কী জানিয়েছেন বিধায়ক? বিষ্ণুপ্রসাদ জানিয়েছেন, পাহাড়ের মানুষের সঙ্গে কথা বলার পর তাঁদের মনোভাব ও আবেগে বিশেষ নজর দিতেই ওই চিঠি লিখেছেন। কার্শিয়াঙের বিধায়কের কথায়, ‘উত্তরবঙ্গের মানুষ বারবার বঞ্চনার শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে আমি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছি। এখানে রাজ্য বিজেপির কোনও হাত নেই’।
তাঁর আরও দাবি,উত্তরবঙ্গের মানুষের যে বঞ্চনার শিকার হয়েছেন, যেখানে উত্তরবঙ্গের উন্নয়ন থমকে গিয়েছে, সেখানে তাঁদের পক্ষে পৃথক রাজ্যের দাবি নায্য। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছেই চিঠি লিখেছেন তিনি।
কার্যত, এর আগে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন। সেবার বিজেপির তরফ থেকে মন্তব্য করা হয়েছিল, বার্লা যা বলেছেন তা সবটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিজেপি বাংলা ভাগ চায় না। তখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এ বার ফের সেই তালিকায় যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা।