কয়েকদিন আগেই মুম্বই সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে সামনে এল আরও একটা খবর। জানা গেল, মুম্বই সফরে উদ্ধব সরকারের কাছে এক খণ্ড জমি চেয়েছেন মমতা। সেখানে বঙ্গভবনের মতো একটি অতিথিনিবাস বানাতে চায় নবান্ন।
মমতা যখন মুম্বই সফরে গিয়েছিলেন, তখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগে ঠিক ছিল উদ্ধব-মমতা দেখা হবে। কিন্তু পরে সূচি বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী তথা উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। সূত্রের খবর, আদিত্যকেই মমতা জানিয়েছেন যে, মুম্বইতে এক খণ্ড জমি কিনতে আগ্রহী বাংলার সরকার।
দিল্লিতে রাজ্য সরকারের দুটি বাড়ি রয়েছে। কনটপ্লেসের কাছে মূল বঙ্গভবন এবং চাণক্যপুরীতে নতুব ভবন। তেমনই একটি ভবন বাণিজ্যনগরীতে বানাতে চায় নবান্ন। মমতার কথায়, মুম্বইতে টাটা মেমোরিয়ালে চিকিৎসার জন্য কলকাতা থেকে অনেকেই আসেন। কিন্তু তাঁদের থাকায় জায়গা নিয়ে সংকটে পড়তে হয়। সরকারি অতিথিশালা থাকলে সেই সমস্যা মিটতে পারে। মমতার এই প্রস্তাবে রাজি শিবসেনাও।
দলের মুখপত্র ‘সামনা’ র সাপ্তহিক কলমে এ নিয়ে লিখেছেন সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, মমতার প্রস্তাব খুবই সঙ্গত। মুম্বইতে ইতিমধ্যে ওড়িশা ভবন, উত্তর প্রদেশ ভবন তৈরি হয়েছে। একটা বঙ্গ ভবন তৈরি হতেই পারে। এই প্রসঙ্গে মুম্বই এবং বাংলার মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান এবং স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেছেন রাউত। শেষে লিখেছেন, মহারাষ্ট্র সরকার এই বিষয়ে বিবেচনা করবে।