একাধিক রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি জাতীয় রাজনীতিতে বিরোধীদের সমীকরণ চর্চায় উঠে এসেছে। কংগ্রেসের ডাকা বৈঠকে অন্যান্য বিরোধীরা গেলেও সেখানে উপস্থিত থাকছে না তৃণমূল। দলীয় নেতৃত্বের দাবি, মমতাই হতে পারেন বিরোধীদের একমাত্র মুখ।
এরই মধ্যে মমতার হাত ধরার বার্তা দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারেন তিনি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই আর। তার আগে অখিলেশের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০২২- এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে সব শিবিরেই। সেই নির্বাচনের আবহেই অখিলেশ বার্তা দিলেন, মমতা কে স্বাগত জানাতে তৈরি তিনি, তবে কংগ্রেসকে কোনও আসন ছাড়বেন না। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে যে ভাবে বিজেপির পরাজয় হয়েছে, তা বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গ টেনে অখিলেশ যাদব বলেন, ‘আমি মমতাকে স্বাগত জানাব। তিনি যে ভাবে বাংলা থেকে বিজেপিকে মুছে দিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষও সে ভাবেই বিজেপিকে সরিয়ে দেবে’। তবে জোটের পথে কি তিনি হাঁটবেন প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেন, ঠিক সময়ে এই বিষয়ে কথা বলব।
অখিলেশের দাবি, উত্তর প্রদেশ নির্বাচনে কংগ্রেস কোনও জায়গা নিতে পারবে না। কংগ্রেস একটি আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি। ২০১৭ তে কংগ্রেসের হাত ধরেই সমাজবাদী পার্টি নির্বাচনে লড়েছিল, কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয় বলে দাবি করেছেন অখিলেশ। তিনি জানান, উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে ত্যাগ করেছে।