গোটা দেশের মতোই করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে সংক্রমণ কমতেই খুলে গিয়েছে স্কুল-কলেজ। জানুয়ারি থেকে স্কুলে শুরু হবে নতুন শিক্ষাবর্ষও। আর তাই প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করে দিল স্কুলশিক্ষা দফতর। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে দফতর জানিয়েছে, ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হবে ভর্তি। কোনও স্কুল চাইলে আগামী শিক্ষাবর্ষে ভর্তির নির্দিষ্ট বয়সে চারমাস ছাড় দিতে পারে। কী কী নিয়ম মেনে ছাত্রছাত্রীদের প্রাক প্রাথমিকে ভর্তি নেওয়া হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দফতর।
কোভিড বিধি মেনে ৭ থেকে ১৪ ডিসেম্বর ভর্তির ফর্ম দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দফতর। ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হবে লটারি। স্কুলগুলিকে চলতি মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। শিক্ষার অধিকার আইন মেনে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউও নিষিদ্ধ। স্কুলে আসন বাড়াতে চাইলে স্কুলশিক্ষা দফতরের কমিশনারের কাছে আবেদন করতে হবে।
কোনও পড়ুয়া লটারির মাধ্যমে সুযোগ না পেলে নির্দিষ্ট জেলার ডিআইকে জানাতে হবে। বাড়ির কাছের কোনও স্কুলে ৩১ জানুয়ারির মধ্যে সেই ছাত্র বা ছাত্রীকে ভরতিকে করা হবে। শিক্ষার অধিকার আইন মোতাবেক ১৪ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ১৮ বছর) সবাইকে স্কুলশিক্ষার অধীনে আনতে তৎপর রাজ্য সরকার। প্রাক প্রাথমিকে ভরতির বয়স পাঁচ থেকে ছ’বছরের মধ্যে বয়স হতে হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই বয়সের সীমা বাড়বে এক বছর করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও স্কুলের প্রধান শিক্ষক চাইলে ভর্তির সময় ছাত্রছাত্রীদের বয়সে চার মাস ছাড় দিতে পারবেন।