কৃষক আন্দোলনের সময় কৃষক মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। তাই ক্ষতিপূরণেরও প্রশ্ন নেই। মোদী সরকারের তরফে সংসদে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। এ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকে বলেন, ‘মোদীজির কাছে শুধু তাঁর বন্ধু শিল্পপতিদের নম্বর রয়েছে। আমাদের কাছে শহীদ কৃষকদের নাম এবং নম্বরও রয়েছে। প্রধানমন্ত্রী শুধু নিজের ভাবমূর্তি আর কুর্সি নিয়েই চিন্তিত। ওঁদের ঔদ্ধত্য সীমাহীন।’ আন্দোলনের সময় মারা যাওয়া পাঞ্জাবের ৪০৩ জন কৃষকের নাম এবং ফোন নম্বরও সামনে এনেছেন রাহুল। সোমবার তিনি সংসদেও এই তালিকা পেশ করবেন। অন্যান্য রাজ্য থেকেও এমন আরও শ’খানেক মৃত কৃষকের তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।
রাহুলের বক্তব্য, পাঞ্জাবের কংগ্রেস সরকার ‘শহীদ’ কৃষকদের তালিকা তৈরি করেছে। কৃষকদের মৃত্যুর জন্য পঞ্জাব সরকার দায়ী না হওয়া সত্ত্বেও প্রত্যেকের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। চাকরি দিয়েছে ১৫২ জনকে। তাঁর মতে, ‘এই ক্ষতিপূরণ যথেষ্ট নয়। ৭০০ জন কৃষকের পরিবার পিছু ২৫-৩০ লক্ষ টাকা দেওয়া এমন কিছু ব্যাপার নয়। প্রধানমন্ত্রী চাইলে দু’মিনিটে করতে পারেন।’ উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার যে ভাবে সংসদে মৃত কৃষকদের তথ্য না থাকার কথা বলেছেন ও ক্ষতিপূরণের প্রশ্ন উড়িয়ে দিয়েছেন, তা নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মনে। আর পাঞ্জাব-উত্তরপ্রদেশ ভোটের আগে বিজেপিকে কোনঠাসা করতে এই সুযোগটিকেই কাজে লাগাতে তৎপর রাহুল। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীকে যদি সত্যিই ক্ষমা চাইতে হয়, তা হলে এই পরিবারগুলির সমস্যা ও যন্ত্রণার কথা শুনুন। তাঁদের ক্ষতিপূরণ দিন।’
