হাতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। আর তার আগে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাধাপ্রাপ্ত হলে কিংবা কাউকে জোর করে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। এমনই কড়া বার্তা দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড।
শনিবার হাজরার মহারাষ্ট্র নিবাস হলে কলকাতার পুরভোটের প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক। তিনি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র তথা এবারের প্রার্থী ফিরহাদ হাকিম সহ অন্য শীর্ষ নেতৃত্ব।
এদিনের বৈঠকে অভিষেক বলেন, ‘মাথা নিচু করে সব মানুষের কাছে যেতে হবে। কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি করে দেখার দরকার নেই। যে মানুষ কোনও কারণে এখনও বিরূপ রয়েছেন তাঁদের কাছে যেতে হবে। দল বড় হয়েছে, সবাইকে নিয়ে চলতে হবে। পুরনো নতুন কর্মী সবাইকে নিয়ে কাজ করতে হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘ত্রিপুরা, গোয়া সহ অনেকগুলি রাজ্যে তৃণমূল পৌঁছে গিয়েছে। আগামী দিনে আরও রাজ্যে যাবে। লক্ষ্য ২০২৪ সাল।’