মুম্বইয়ের ছেলে তথা নিউ জিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল শনিবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি টেস্ট ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট শিকার করলেন। ইতিপূর্বে জিম লেকার এবং অনিল কুম্বলে এই একই কৃতিত্ব অর্জন করেন।
এই ম্যাচের প্রথম দিন আজাজ শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের উইকেট নেন। আর শনিবার তিনি ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ময়াঙ্ক আগরওয়াল, অক্সর প্যাটেল, জয়ন্ত যাদব এবং মহম্মদ সিরাজের উইকেট শিকার করেন।
শুধুমাত্র ময়াঙ্ক আগরওয়াল এবং অক্সর প্যাটেল ছাড়া আজাজের সামনে কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি।
মহম্মদ সিরাজের উইকেট শিকারের সঙ্গে সঙ্গেই ১০ উইকেটের শৃঙ্গ স্পর্শ করলেন আজাজ। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন তিনি জেম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে একই আসনে বসেন। ওল্ড ট্রাফোর্ডে ১৯৫৬ সালে লেকার ৫৩ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেছিলন। অন্যদিকে নয়া দিল্লীতে অনিল কুম্বলে ১৯৯৯ সালে ২৬.৩ ওভারে ৭৪ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেন।
৩৩ বছর বয়সি আজাজ এই প্রথমবার ভারতে খেলতে এলেন। মাত্র ৮ বছর বয়সে তিনি নিউ জিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। প্রথম দিন ভারতের শুরুটা বেশ ভালো হলেও, দ্বিতীয় দিন আজাজ একাই ম্যাচের রং বদলে দেন।