দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম থাকলেও নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ঘিরে আতঙ্ক দানা বাঁধছে। তবে দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মেলার পরদিন সামান্য হলেও স্বস্তি মিলল সার্বিক করোনা পরিস্থিতিতে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। গত এক সপ্তাহ ধরে ১০ হাজারের নীচেই রয়েছে দেশের দৈনিক সংক্রমণ। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৭৫৭।
দৈনিক আক্রান্তের পাশাপাশি এদিন কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। ফের ৪০০-র নীচে নেমেছে তা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭০ হাজার ১১৫ জন। অন্যদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১২ জন। এদিকে, সংক্রমণ বাড়তেই ফের উর্ধ্বমুখী দেশের সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টা তা বেড়েছে ২১৩। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৯৯ হাজার ৯৭৬ জন।
