আসন্ন পুরভোটে লড়তে নামা দলের সব প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী শনিবার কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দুপুর একটায় এই বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব। পুরোদমে প্রচার চলছে ওয়ার্ডে ওয়ার্ডে। ১৯শে ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে দলের প্রার্থীদের পেপটক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এবার ৩৯ জন নতুন মুখ রয়েছেন। বাকিরা পুরনো। ৭ জনের ওয়ার্ডে বদল হয়েছে। ২১ এর কঠিন নির্বাচনে বিপুল জয়ের পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তুঙ্গে অবস্থান করছে। সেখানে কোনো রকম অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে প্রার্থীদের মধ্যে না আসে সেটা যেমন মনে করিয়ে দেওয়া হবে, একইসঙ্গে প্রচারে কোন বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে বলে দেওয়া হবে তাও।
করোনাকালে সরকারের পরিষেবা, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সহ সরকারি প্রকল্পগুলি যাতে আরও বেশি করে পুরভোটের প্রচারে আসে সে কথা স্মরণ করিয়ে দেওয়া হবে প্রার্থীদের। বহু পুরনো জনপ্রতিনিধি রয়েছেন। কিন্তু পুরনো হলেও তাঁরা যাতে প্রতিটি মানুষের দরজায় পৌঁছন সেটাও জানানো হবে তাঁদের।