কুড়ি-কুড়ি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলি কি একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে যাবেন? বাড়ছে জল্পনা। এই প্রশ্নের জবাব পাওয়া যাবে এই সপ্তাহেই। কারণ এই সপ্তাহেই চেতন শর্মার নেতৃত্বে নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সফরের দল বাছবেন। এখন বিরাটের অধিনায়কত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে দু’টি মত রয়েছে। এক দল মনে করেন, যেহেতু আগামী বছর খুব বেশি একদিনের ম্যাচ নেই, তাই দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে বিরাটকেই অধিনায়ক রাখা উচিত। আগামী সাত মাসে ভারতের মাত্র ন’টি একদিনের ম্যাচ রয়েছে।
পাশাপাশি আর এক দলের বক্তব্য, সীমিত ওভারের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখা ঠিক নয়। রোহিত শর্মা যখন পাকাপাকি ভাবে টি-টোয়েন্টির দায়িত্ব নিয়েই নিয়েছেন, তাঁকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা উচিত। বিশেষ করে ২০২৩ সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই এটি করা উচিত। স্বাভাবিক ভাবেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। এই সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনের সময় একদিনের ক্রিকেটে বিরাট অধিনায়ক থাকবেন কি না, তা স্পষ্ট হয়ে যাবে।
