অনলাইন ই-কমার্স কোম্পানি আমাজন অনলাইন পোর্টাল ব্যবহার করে করা হত গাঁজা ডেলিভারি। আর সেই গাঁজা বিক্রির চক্র ফাঁস করে মধ্যপ্রদেশের ভিন্দ পুলিশ। কিন্তু তারা যখন ভারত জুড়ে এই চক্রের হদিশ পাওয়ার জন্য কাজ করে চলেছেন, তখনই ভিন্দের এসপি মনোজ কুমার সিংকে বদলি করা হয়েছে ভোপালে, হোম পুলিশ হেড কোয়ার্টারে। এর থেকেও আশ্চর্যের ঘটনা হল তাঁর জায়গায় ভিন্দে যে নতুন এসপি এসেছেন, সেই শৈলেন্দ্র চহ্বানকেও পাঠানো হয়েছে হোম পুলিশ হেড কোয়ার্টার, ভোপাল থেকেই৷ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) অভিযোগ জানিয়েছে যে, জনপ্রিয় অনলাইন ই-কমার্স কোম্পানি আমাজনের কাছে নতিস্বীকার করে এই ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। সিএআইটি-র অভিযোগ, আমাজনের চাপেই এই কাজ করেছে মধ্যপ্রদেশ সরকার, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ভিন্দ থানার এসপি মনোজ কুমার সিং খুবই দক্ষতার সঙ্গে এই তদন্তকাণ্ডের নেতৃত্ব দিচ্ছিলেন৷ আমাজনে গাঁজা বিক্রির অভিযুক্ত মূলচক্রীদের গ্রেফতার করার সঙ্গে সঙ্গে এই কেসে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাঁকেই এই কেস থেকে সরিয়ে বদলি করা দেওয়া হল। সিএআইটি-র ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভারতীয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীণ খন্ডেলওয়ালের অভিযোগ, এটি একটি খুব আশ্চর্যজনক এবং নিন্দনীয় ঘটনা। তাঁদের আক্ষেপ, জনপ্রিয় অনলাইন পোর্টাল ব্যবহার করে দেশ জুড়ে গাঁজা ডেলিভারি করা হচ্ছে, এই ঘটনা সামনে আসার পর যখন এর পাণ্ডাদের গ্রেফতার করে আরও তথ্যের হদিস পাওয়ার চেষ্টা করছিলেন ভিন্দ থানার এসপি শ্রী মনোজ কুমার সিং, তখন তাঁকে কেস থেকে সরিয়ে ট্রান্সফার করে দেওয়া হল। তাঁদের দাবি, আমাজনের চাপে নতি স্বীকার করে মধ্যপ্রদেশ সরকার এই বদলি করেছে, দেশের সুরক্ষা এবং স্বার্থের জন্য যা খুবই বিপজ্জনক৷
