আসছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। তাই সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে তড়িঘড়ি উপকূলবর্তী এলাকায় ট্রেন বাতিলের ঘোষণা করল রেল। জানা গিয়েছে, শুক্র বা শনিবার ওড়িশা অন্ধ্র প্রদেশের উপকূল ভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। তাই ৩ ও ৪ ডিসেম্বরের নির্দিষ্ট ৯৫টি ট্রেন বাতিল ঘোষণা করল রেল।
দিল্লীর মৌসম ভবন আগেই জানিয়েছিল, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। ৩ ডিসেম্বর নাগাদ নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তারপর সেটির গতি হবে উত্তর-পশ্চিম দিকে। ক্রমশ সরতে সরতে আগামী ৪ ডিসেম্বর নাগাদ ঘূর্ণাবর্তটি উত্তর অন্ধ্র প্রদেশের দিকে পৌঁছবে এবং উড়িষ্যার কোনও উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের দেওয়া নামে এ ঝড়ের নামকরণ করা হয়েছে ‘জওয়াদ’। যার অর্থ দয়ালু।
এই সতর্কতার প্রেক্ষিতে নড়ে বসেছে ভারতীয় রেলও। পূর্ব উপকূলীয় রেলের তরফে প্রায় ৯৫ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এ দিন রেলের তরফে ট্যুইট করে লেখা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জওয়াদ ওড়িশা উপকূলে আছড়ে পডতে পারে। সাবধানতার কারণে বিভিন্ন স্টেশন থেকে ছাড়া পূর্ব উপকূলীয় রেলের প্রায় ৯৫ টি ট্রেন বাতিল করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গেও সামান্য পড়বে বলে মনে করছে হাওয়া অফিস। শনি ও রবিবার কলকাতা-সহ গাঙ্গের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে কারণে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিল দক্ষিণ পূর্ব রেল। শালিমার রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকায় বাঁধা হলো চেন তালা। ঝড়ো হাওয়ায় ট্রেন গড়িয়ে গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেকারনে এই ব্যবস্থা নেওয়া হল। এছাড়াও বহু ট্রেন বাতিল করা হয়েছে।