বাড়ছে উদ্বেগ। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে ঘূর্ণিঝড়-সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মুম্বই থেকে ফিরেই নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মমতা। আজ নবান্নে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। জানা যাচ্ছে, খোলা হবে কন্ট্রোল রুম। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার পর্যন্ত দীঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৩রা ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ৪ঠা ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলির উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে।