ইউএপিএ বিদ্বজন বা সাধারণ মানুষের বিরুদ্ধে প্রয়োগ করার মতো আইন নয়। বিজেপি শাসনের অবসান হওয়ার পর আমরা সুযোগ পেলে সমস্ত দানবীয় আইন বাতিল করে দেব। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে আয়োজিত বিদ্বজনদের সভা থেকে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী স্বরা ভাস্করের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ভিমা-কোরেগাঁও মামলায় বন্দী অনেকের মধ্যে সমাজকর্মী সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে দেশদ্রোহীতার আইনে এখনও বন্দী রয়েছেন অনেকে। সেই নিয়ে স্বরার প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘ইউএপিএ বিদ্বজন বা সাধারণ মানুষের উপর প্রয়োগ করার মতো কোনও আইন নয়। আমাদের দেশে কিছু আইন আছে, যা দেশের আভন্ত্যরীণ নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তার কাজে ব্যবহার করা যায়। কিন্তু সেই আইন অপব্যবহার করা হচ্ছে। কেউ যদি কেন্দ্রের বিরোধিতা করে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমি এর সঙ্গে একমত নই। আমাদের রাজ্যে কত জনকে ইউএপিএ দেওয়া হয়েছে, তা মনেও করতে পারি না। আমরা ছত্রধর মাহাতোকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু ঝাড়খণ্ডের একটি মামলায় তাঁকে আবার গ্রেফতার করা হয়েছে।’
এই নিয়ে বলতে গিয়ে টাডা প্রসঙ্গও টেনে আনেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, তিনি এই আইনের বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন। পাশাপাশি, স্বরার প্রশ্নের উত্তরে মমতা স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির শাসনের অবসানের পর যদি তাঁর হাতে কোনও সুযোগ আসে, বা তাঁর দল সুযোগ পায়, তাহলে সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা যায়, এমন কোনও কঠোর, দানবীয় আইন তাঁরা রাখবেন না।